BLO-দের কাছে থাকা যাবতীয় বকেয়া এনিইউমারেশন ফর্ম আজকের মধ্যে ডিজিটাইজ করার কাজ শেষ করতে হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন। আজকের পর থেকে প্রতিদিন যেসব এন্যুমারেশন ফর্ম পাওয়া যাবে সেগুলি দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে। আগের কোনো ফর্ম গ্রাহ্য হবে না। রাজ্যের সমস্ত নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ERO-দের লেখা এক চিঠিতে শ্রী আগরওয়াল জানিয়েছেন, এনইউমারেশন পর্বের সময়সীমা বাড়ায় তারা খসড়া ভোটার তালিকা আরো নির্ভুলভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি এখনো পর্যন্ত যে সমস্ত ফর্ম BLO-রা সংগ্রহ করতে পারেননি সেগুলির ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ১১ ডিসেম্বরের মধ্যে যেসব ফর্ম জমা না পড়বে, সেগুলোকে ‘আনকালেক্টেবল’ হিসেবে গণ্য করা হবে এবং সেই স্টেটাস পোর্টালেও প্রতিফলিত হবে। এই সময়ের মধ্যে কোথাও অস্থায়ী কর্মী ডেটা এন্ট্রি করেছেন কি না, তাও খতিয়ে দেখতে হবে। কোনও ত্রুটি ধরা পড়লে তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট BLO-কে।
নতুন নির্দেশিকায় ২০০২ সালের ভোটার তালিকায় ৬০ বছর বা তার বেশি বয়সী ভোটারদের তথ্য ফের যাচাই করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের খসড়া তালিকায় অভিভাবকের নাম মিলছে না এমন ক্ষেত্রে পুনরায় তথ্য পর্যালোচনা করতে হবে। আবার ২০০২ সালের তালিকায় অভিভাবকের নাম থাকলেও ভোটারের বয়সের ব্যবধান ৪৫ বছরের বেশি বা ১৮ বছরের কম হলে সেখানেও পুনরায় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।