May 11, 2025 9:08 AM

printer

BCCI-এর সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন, বোর্ড আজ আইপিএল পরিচালন পরিষদের সঙ্গে বৈঠকে বসবে।

BCCI-এর সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন, বোর্ড আজ আইপিএল পরিচালন পরিষদের সঙ্গে বৈঠকে বসবে। গত শুক্রবার ভারত পাকিস্তান দুদেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে ১৬ টি ম্যাচ বাকি থাকতেই আইপিএল স্থগিত করে দেওয়া হয়। এর মধ্যে ১২ টি লীগ পর্যায়ের এবং চারটি প্লে অফ পর্যায়ের ম্যাচ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।