June 26, 2024 12:51 PM
25
অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা কোটা।
রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আজ সংসদে ধোনি ভোটে শ্রী বিড়লাকে জয়ী বলে ঘোষণা করেন অধ্যক্ষপ্রতীম ভর্ত্রুহরি মহতাব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওম বিড়লার নাম অধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করেন। প্রস্তাবটিকে সমর্থন জানান, প্রবীণ সাংসদ তথা প্রতিরক্ষ...