January 17, 2026 10:37 PM
9
কেন্দ্রীয় সরকার আজ উত্তর প্রদেশের বিজনোর থেকে দ্বিতীয়বার দেশব্যাপী নদী ও মোহনায় থাকা ডলফিনের গণনা শুরু করেছে।
কেন্দ্রীয় সরকার আজ উত্তর প্রদেশের বিজনোর থেকে দ্বিতীয়বার দেশব্যাপী নদী ও মোহনায় থাকা ডলফিনের গণনা শুরু করেছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক জানিয়েছে, 'প্রজেক্ট ডলফিন'-এর অধীনে দুটি পর্যায়ে এই সমীক্ষা করা হবে। প্রথম ধাপে, বিজনোর থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার মূল ধারা এবং সিন্ধু নদে এই সমীক্ষা চলবে। দ...