এক গুচ্ছ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ রাতে রাজ্যে আসছেন। আগামীকাল তিনি কলকাতায় তিনটি কর্মসূচিতে অংশ নেবেন। রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবেরটরির নতুন ভবনের উদ্বোধনের পর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত সম্মেলনে ভাষণ দেবেন শ্রী শাহ। বিকেলে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় আয়োজিত অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা। ওই অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রওনা হবেন দিল্লির উদ্দেশে।
এদিকে, বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর সাংগঠনিক স্তরে কর্মীদের উদ্বুদ্ধ করবে বলে মত প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।