সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সুপ্রিম কোর্টের অনুমোদিত সংবিধান গ্রহণ করেছে। গতকাল নতুন দিল্লির এআইএফএফ ফুটবল হাউসে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১৯শে সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট, প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও-এর তৈরি এআইএফএফ-এর খসড়া সংবিধানকে কিছু সংশোধনী সহ অনুমোদন করেছিল। ফেডারেশনকে চার সপ্তাহের মধ্যে এটি গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়। খসড়া সংবিধানে পদাধিকারীদের এআইএফএফ এবং রাজ্য সংস্থার দ্বৈত পদে থাকা নিষিদ্ধ করা হয়েছে। এই সংবিধানে কোনো সংশোধনের জন্য সুপ্রিম কোর্টের অনুমোদন প্রয়োজনের কথাও জানানো হয়েছে।
Site Admin | October 13, 2025 1:17 PM
AIFF সুপ্রিম কোর্টের অনুমোদিত সংবিধান গ্রহণ করেছে
