২০২৫-এ অর্থনৈতিক সংস্কার দেশের উন্নতিতে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। এখন নিয়ন্ত্রণমূলক বাধ্যবাধকতার পরিবর্তে, কোন পদ্ধতিতে বেশি করে সুফল পাওয়া যায়, তার উপর জোর দেওয়া হচ্ছে। এ বছর জীবন যাপনের স্বাচ্ছন্দ্য, সহজে ব্যবসা করা, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ভারতের অর্থনৈতিক আকাঙ্খাকে স্পষ্ট করেছে। ২০২৫-২৬ সালের বাজেটে প্রত্যক্ষ কর ব্যবস্থায় অনেক ছাড় দেওয়া হয়েছে। যাদের বার্ষিক রোজগার ১২ লক্ষ টাকার নীচে, তাঁদের পুরোপুরি আয়করমুক্ত করা হয়েছে।২৯ টি পুরনো শ্রম আইনকে বাতিল করে চারটি শ্রম কোড তৈরি করা হয়েছে।কেন্দ্রীয় সরকার গ্রামীণ রোজগার বাড়াতে বিকশিত ভারত রোজগার এবং আজীবক মিশন(গ্রামীণ) আয় সুনিশ্চিত আইন প্রণয়ন করেছে।জিএসটির হার ৫ শতাংশ ও ১৮ শতাংশ- এই দুটি ধাপে বিন্যস্ত করায় অসংখ্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হয়েছেন।কর ব্যবস্থার সংস্কার সাধন করায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বিকাশ সম্ভব হয়েছে।
Site Admin | December 30, 2025 9:05 PM
২০২৫-এ অর্থনৈতিক সংস্কার দেশের উন্নতিতে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে।