মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 13, 2025 7:31 AM

printer

৭৯-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

 ৭৯-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সন্ধ্যে সাতটা থেকে আকাশবাণীর সবক’টি কেন্দ্র ও প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত সাড়ে ৯’টায়। এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচীর পরিবর্তন করা হয়েছে। আকাশবাণী কলকাতার সন্ধ্যে ৭’টা ৩৫ মিনিটের জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত আটটায়, স্থানীয় সংবাদের পর। FM হেডলাইন- সন্ধ্যে ৭’টা ও রাত ৮’টার হেডলাইন আগামীকাল বাতিল থাকছে। সন্ধ্যে সাড়ে ৭’টায় গীতাঞ্জলী প্রচার তরঙ্গের সমীক্ষা’ও আগামীকাল প্রচারিত হবেনা। 

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সকাল ৭’টা থেকে প্রচারিত হবে এই ভাষণ। এর প্রেক্ষিতে FM রেনবোয় সকাল ৭’টা, ৮’টা ও ৯’টার হেডলাইন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোন সংবাদ বুলেটিন’ও প্রচারিত হবে না। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত সাড়ে ৯’টায়।

  অন্যদিকে, স্বাধীনতা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।

এর প্রেক্ষিতে FM রেনবোয় রাত ৮’টার হেডলাইন’ও ১৫’ই আগস্ট প্রচারিত হবে না।