৭৮তম সেনা দিবসের কুচকাওয়াজ আজ জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে। জগৎপুরার মহল রোডে হাজার হাজার দর্শকের সামনে সেনাবাহিনী তার শৃঙ্খলা, শক্তি এবং আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উপস্থিত রয়েছেন । এই অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বছরের অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য হল প্রথমবারের জন্য এই কুচকাওয়াজ প্রথামাফিক ক্যান্টনমেন্ট এলাকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে।
সেনা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, ভারতীয় সেনাবাহিনী দেশের ঐক্য, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় অবিচল, তারা দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি এবং দুর্যোগ ও মানবিক সংকটের সময় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে চলেছে ।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও সেনাদিবসে প্রত্যেক সেনাকর্মীকে অভিবাদন জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁদের নিঃস্বার্থ সেবা এবং আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।
সামাজিক মাধ্যমের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে দাঁড়িয়ে, প্রতিকূল পরিস্থিতিতে দেশকে রক্ষাকারী ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং দৃঢ় অঙ্গীকারকে গোটা দেশ স্যালুট জানায়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর সমস্ত জওয়ানদের শুভেচ্ছা জানিয়ে তাদের অদম্য সাহস এবং আত্মত্যাগের প্রশংসা করেছেন।