January 21, 2026 6:23 PM

printer

৭৭ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে নতুন দিল্লীর কর্তব্য পথে জোরদার প্রস্তুতি চলেছে।

৭৭ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে নতুন দিল্লীর কর্তব্য পথে জোরদার প্রস্তুতি চলেছে। সমাজের বিভিন্ন স্তরের প্রায় ১০ হাজার মানুষকর্তব্য পথে ওই কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন। দেশের সংস্কৃতিঐতিহ্য ও সামরিক শক্তির এক অনন্য  প্রতিফলন ঘটবে এই কুচ কাওয়াজে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের১৫০ বছর পূর্তি উপলক্ষে এবারে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে বেশ কয়েকটি ট্যাবলো।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।