মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 5, 2025 8:24 PM

printer

৭০ সদস্যের দিল্লি বিধানসভার ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৫৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

৭০ সদস্যের দিল্লি বিধানসভার ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৫৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। উত্তর-পূর্ব দিল্লি জেলায় সর্বোচ্চ ৬৪ শতাংশ ভোট পড়েছে এবং দক্ষিণ-পূর্ব জেলায় সর্বনিম্ন ৫৪ শতাংশ ভোট পড়েছে। শাহদারা জেলায় ৬১ শতাংশেরও বেশি ভোট পড়েছে। উত্তর দিল্লিতে প্রায় ৫৮ শতাংশ এবং উত্তর-পশ্চিমে ৫৮ শতাংশেরও বেশি ভোট পড়েছে। যেসব বিশিষ্ট নেতাদের ভাগ্য নির্ধারিত হয়েছে  তাদের মধ্যে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, অতিশী, আম আদমি পার্টির মনীশ সিসোদিয়া এবং বিজেপির পরবেশ ভার্মা, বিজেন্দ্র গুপ্ত, অরবিন্দর সিং লাভলি এবং রমেশ বিধুরী। কংগ্রেসের পক্ষ থেকে দেবেন্দ্র যাদব, সন্দীপ দীক্ষিত এবং অলকা লাম্বা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। জাতীয় রাজধানীতে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঝামেলামুক্ত ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য ভোটগ্রহণ কেন্দ্রে বেশ কিছু ব্যবস্থা এবং সুবিধার ব্যবস্থা  করা হয়েছিল। গণনা শনিবার।  

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।