৬৮তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে সিনিয়র স্কিট মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন রাজস্থানের জুটি অনন্তজিত সিং নারুকা ও দর্শনা রাঠোর। নতুন দিল্লীর ড. কর্নি সিং শুটিং রেঞ্জে তারা উত্তরপ্রদেশের অলিম্পিয়ান মৈরাজ আহমদ খান ও আরিবা খানকে ৪৫-৪৩ স্কোরে হারিয়ে দেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন হরিয়ানার রাইজা ধিল্লন ও ঈশান সিং লিব্রা। তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যপ্রদেশকে ৪১-৩৯ স্কোরে পরাজিত করে পদক নিশ্চিত করেছে।
জুনিয়র স্কিট মিক্সড টিম ইভেন্টে খেতাব জিতেছেন তেলেঙ্গানার জুটি ইউভেক বাট্টুলা ও লাক্কু ভেঙ্কট লক্ষ্মী।
Site Admin | December 17, 2025 10:01 PM
৬৮তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে সিনিয়র স্কিট মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছেন রাজস্থানের জুটি অনন্তজিত সিং নারুকা ও দর্শনা রাঠোর।