৬৭ তম আকাশবাণী সংগীত সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের সূচনা করেন আকাশবাণীর ও দূরদর্শনের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহা নির্দেশক, ব্রডকাস্ট অপারেশন, ধ্রুব নন্দ। ছিলেন আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগের প্রধান মিতালী দত্ত এবং কমার্শিয়াল ব্রডকাস্ট সার্ভিস – বা বাণিজ্যিক সম্প্রচার পরিষেবার প্রধান সুপ্রভ বন্দ্যোপাধ্যায়ও। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, আধুনিক গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোকগীতি সোমা দাস মন্ডল এবং বাউল গান পরিবেশন করেন কার্তিক দাস বাউল।
ভারতীয় লোকসংস্কৃতি ও শাস্ত্রীয় ধারার নানা দিক সরাসরি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই সংগীত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ মাসের দু তারিখে দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে অনুষ্ঠিত হবার পর কলকাতা,কটক, তিরুঅনন্তপুরম, পুনে, বারানসী, এবং ভোপালে একই সঙ্গে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।