ইসরায়েল ও হামাসের মধ্যে ৬০ দিনের সংঘর্ষ বিরতির নতুন প্রস্তাবে হামাস রাজি হলেও ইসরায়েল গাজা থেকে ৫০ জন পণবন্দীর মুক্তির দাবি জানানোয় সংঘর্ষ বিরতির বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। আধিকারিক সূত্রে বলা হচ্ছে প্রায় অর্ধেক পণবন্দীর মুক্তির বিষয়টি ইসরায়েলের প্রায় মেনে নেওয়া মার্কিন প্রস্তাবের অনুরূপ যা কাতার ও মিশর ইতমধ্যে রেখেছে। এদিকে ইসরাইল প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান না করলেও সে দেশের সরকারি মুখপাত্র ডেভিড মেনসের জানিয়েছেন কোন রকম আংশিক চুক্তিতে তারা উৎসাহী নন। প্রস্তাবে ১০ জন জীবিত ও ১৮ জন মৃত পণবন্দীকে প্রত্যর্পণের কথা বলা হলেও বিভিন্ন পক্ষ স্থায়ী সংঘর্ষ বিরতি অন্যান্য পণবন্দীদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছে।
Site Admin | August 20, 2025 12:06 PM
৬০ দিনের সংঘর্ষ বিরতির নতুন প্রস্তাবে হামাস রাজি হলেও ইসরায়েল গাজা থেকে ৫০ জন পণবন্দীর মুক্তির দাবি জানানোয় সংঘর্ষ বিরতির বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে
