৫৬ তম জিএসটি পর্ষদের বৈঠক বসবে আগামী মাসের ৩ ও ৪ তারিখ। নতুন দিল্লীতে রাজস্থানের জয়সলমীরে গতবছর ডিসেম্বরে জিএসটি পর্ষদের বৈঠক বসেছিল। সে সময় পুষ্টিকর চালের ওপর জি এস টি হার ৫ শতাংশ হ্রাস এবং প্রি প্যাকেজড এবং লেবেলড পণ্যের সংজ্ঞা সংশোধনের প্রস্তাব সহ বেশকিছু সংস্কারমুলক পদক্ষেপ নেওয়া হয়।