মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 20, 2025 9:40 PM

printer

৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব -IFFI আজ গোয়ায় শুরু হয়েছে

৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব -IFFI আজ গোয়ায় শুরু হয়েছে। চলবে এ মাসের ২৮ তারিখ পর্যন্ত।  ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের  চলচ্চিত্র নির্মাতা, শিল্পী এবং চলচ্চিত্র প্রেমীরা এশিয়ার অন্যতম  প্রাচীনতম  এই চলচ্চিত্র উৎসবে সমবেত হয়েছেন। এবারের উৎসবে ৮১টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

IFFI বিশ্বব্যাপী সিনেমা, সাংস্কৃতিক বিনিময় এবং নতুন প্রতিভার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে চলেছে। এ বছরের সংস্করণে ভারত এবং বিদেশের সমসাময়িক ও ক্লাসিক উভয় ধরণের চলচ্চিত্র প্রদর্শন, মাস্টারক্লাস এবং  বিশেষ অনুষ্ঠানের একটি সমৃদ্ধ লাইনআপ রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু, উৎসব পরিচালক শেখর কাপুর, অভিনেতা নন্দমুরী বালকৃষ্ণ, অনুপম খের, মনোজ যোশী ও শ্রীলীলা এবং  চলচ্চিত্র নির্মাতা রাকেশ ওম প্রকাশ মেহরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ এল. মুরুগান বলেন, ভারত এখন উন্নত অর্থনীতির দেশ।  তিনি আরও বলেন যে IFFI ২০২৫ এবং WAVES সৃজনশীলতা, বিষয়বস্তু এবং সংস্কৃতির স্তম্ভগুলিকে শক্তিশালী করছে।

 সঞ্জয় জাজু আইএফএফআই উদ্বোধনী কুচকাওয়াজকে দেশের সিনেমার বৈচিত্র্য উদযাপনের একটি কার্নিভাল হিসেবে  বর্ণনা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।