January 22, 2026 9:57 PM

printer

৪৯-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ সূচনা হয়েছে

৪৯-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ সূচনা হয়েছে। সল্টলেকের বই মেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে।

রাজ্য সরকার ১০ কোটি টাকা খরচ করে স্থায়ী বইবাজার বই তীর্থ তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী ভাষণে জানিয়েছেন।

পাবলিশার্স এন্ড বুক সেলারস গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বইমেলার কমিটির অনুরোধে রাত রাত দশটা পর্যন্ত মেট্রো পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ

এদিকে, বইমেলা উপলক্ষ্যে আগামীকাল থেকে তেসরা ফেব্রুয়ারী পর্যন্ত বিশেষ বাস পরিষেবা দেবে রাজ্য পরিবহণ নিগম। রাত ১০ তা পর্যন্ত কলকাতার বিভিন্ন রুটের জন্য এই পরিষেবা মিলবে।

কলকাতা বইমেলায় লেকভবনের স্টল নম্বর ই-86 ঘুরে দেখানোর জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস আহ্বান জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।