January 22, 2026 9:09 AM

printer

৪৯-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে।

৪৯-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে। বিকেলে সল্টলেকের বই মেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবারের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে। পাবলিশার্স এন্ড বুক সেলারস গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মেলার কদিন রাত দশটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকছে।

এদিকে, বইমেলা উপলক্ষ্যে আগামীকাল থেকে তেসরা ফেব্রুয়ারী পর্যন্ত বিশেষ বাস পরিষেবা দেবে রাজ্য পরিবহণ নিগম। রাত ১০ তা পর্যন্ত কলকাতার বিভিন্ন রুটের জন্য এই পরিষেবা মিলবে।  

( ফেরার সময় টিকিটের দীর্ঘ লাইন এড়াতে মেলায় থাকছে মেট্রোর বিশেষ কিয়স্ক, যেখান থেকে অ্যাপে UPI-এর মাধ্যমে টিকিট কাটা যাবে। এবারেই প্রথম মেট্রোর মাধ্যমে হাওড়া ও এয়ারপোর্ট থেকে সরাসরি মেলায় পৌঁছানো যাবে। মেলার কদিন রাত দশটা পর্যন্ত মেট্রো চালু থাকছে।  )