January 12, 2026 9:35 PM

printer

৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে এ মাসের ২২ তারিখে।

৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে এ মাসের ২২ তারিখে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ভোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এবারের মেলায় শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য জানানো হবে গীতিকার সুরকার সলিল চৌধুরী, প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকা ও লেখক শিল্পী ময়ূখ চৌধুরীকে। সরাসরি ও যৌথভাবে কুড়িটি দেশ এবার অংশ নিচ্ছে।আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানান, মেলায় ছোট-বড় মিলিয়ে স্টল থাকছে এক হাজারের বেশি। লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে কবি রাহুল পুরোকায়স্থর নামে। এ বারেই প্রথম মেট্রো সংযোগের মাধ্যমে হাওড়া ও এয়ারপোর্ট থেকে সরাসরি মেলায় পৌঁছানো সম্ভব হবে। শ্রী দে বলেন, মেলা চলাকালীন যাত্রীদের সুবিধার্থে রাত দশটা পর্যন্ত মেট্রো চালাবার ও ছুটির দিনেও এই পরিষেবা চালু রাখার অনুরোধ জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষকে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।