মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 28, 2025 9:37 PM

printer

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করছেন। এবারের থিম কান্ট্রি জার্মানি।

৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ সূচনা হয়েছে। ফ্রাঙ্কফার্টের বিশ্ব বইমেলায় অনুপ্রাণিত হয়ে শুরু হলেও এই প্রথম থিম কান্ট্রি করা হয়েছে সেই জার্মানিকেই। আজ বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার শতবর্ষে স্মরণ করা হবে নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা ও অরুন্ধতী দেবীকে। গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানান মেলায় প্রতিটি অনুষ্ঠান হবে খোলা আকাশের নিচে। ছোট-বড় মিলিয়ে এবার স্টলের সংখ্যা এক হাজার। একটি প্রতিবেদন।

এদিকে, বইমেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল  আগামীকাল থেকে ৯ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মধ্যে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।  এই উপলক্ষে চালানো হবে বিশেষ বাসও ।