মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 11, 2024 1:18 PM

printer

৪৫-তম ফিডে চেস অলিম্পিয়াড আজ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে শুরু হতে চলেছে

৪৫-তম ফিডে চেস অলিম্পিয়াড আজ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টে শুরু হতে চলেছে। দ্বিবার্ষিক ১২ দিনের এই প্রতিযোগিতায় এক হাজার ৮০০-র বেশী দাবাড়ু অংশ নেবেন। ১৯৩ টি জাতীয় দল এবং মহিলা বিভাগে ১৮১ টি দল ইতিমধ্যেই প্রতিযোগিতার জন্য নাম নথিভুক্ত করেছেন।
জাতীয় দলে ভারত রয়েছে দ্বিতীয় বাছাই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই। ভারতীয় দলে আছেন বিশ্ব চ্যাম্পিয়ানশিপে যোগদানকারী ডি গুকেশ, দেশের চার নম্বর দাবাড়ু অর্জুন এরিগাইসি এবং ১২ নম্বর খেলোয়াড় আর প্রজ্ঞানানন্দ। মহিলাদের দলেও ভারত দ্বিতীয় বাছাই। প্রথম বাছাই হিসেবে রয়েছে- জর্জিয়া। ভারতীয় দলে আছেন- দ্রোণাবল্লী হরিকা, নতুন গ্র্যান্ড মাস্টার আর বৈশালী, দিব্যা দেশমুখ, বান্তিকা আগারওয়াল ও তানিয়া সচদেব। উল্লেখ্য, গতবারের এই প্রতিযোগিতায় ভারত, সাধারণ ও মহিলা দুই বিভাগেই ব্রোঞ্জ পদক লাভ করে।