৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কার্ড জাল করার অভিযোগ উঠেছে। উৎসবের ডিরেক্টর শর্মিষ্ঠা ব্যানার্জী জানিয়েছেন, উৎসবের প্রথম দু দিনেই ৩৫৭ টি জাল কার্ড উদ্ধার করার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। এর পরই আজ জরুরী ভিত্তিতে সাংবাদিক বৈঠক করে উৎসব কর্তৃপক্ষ। সেখানে কোঅর্ডিনেটর প্রদীপ কুমার সরকার, প্রতিদিন আগত দর্শকদের কোনরকম জালিয়াতির প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানান। কে কোন উদ্দেশ্যে এরকম ঘটনা ঘটাচ্ছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন শর্মিষ্ঠা ব্যানার্জি।
এদিকে, আজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সিনেমার ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বক্তা বিশিষ্ট পরিচালক অশোক বিশ্বনাথন বলেন, নতুন টেকনোলজিকে সঙ্গে নেই এগিয়ে যেতে হবে। বিজ্ঞানী এবং পরিচালক বেদব্রত পাইন বলেন, এ আই কে একটি টুল হিসেবে বা বন্ধু হিসেবে নেওয়া যেতেই পারে, তবে সে যাতে নির্দেশক না হয়ে ওঠে তার দায়িত্ব নেওয়া মানুষের কাজ।