সপ্তাহব্যাপী ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ছুটির দিনে সকাল থেকেই প্রতিটি প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
রবীন্দ্রতীর্থ, রবীন্দ্র ওকাকুরা,ও চলচ্চিত্র শতবার্ষিকী ভবন থেকে শুরু করে নন্দন চত্বর সহ দক্ষিণের সাউথ সিটি মলের আইনক্স, প্রতিটি জায়গারই কাউন্টারে পাস সংগ্রহের দীর্ঘ লাইন চোখে পড়েছে।
একটু পরেই বাংলা একাডেমিতে ওপেন ফোরামে শুরু হতে যাচ্ছে “আলোচনা সংরক্ষণ কেন জরুরী” ? অংশ নেবেন পরিচালক অভিজিৎ দাশগুপ্ত, প্রযোজক অঞ্জন বসু ও এডিটর অর্ঘ্য কমল মিত্র।
সন্ধে ছটায় সিনে আড্ডার আসর বসবে চলচ্চিত্রে রাগাশ্রয়ী গান নিয়ে।