৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হবে। চলবে এ মাসের ১৩ তারিখ পর্যন্ত। বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহে , উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উৎসবে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন পরিচালক সুজয় ঘোষ। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত উত্তম সুচিত্রা জুটির সপ্তপদী।
গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় পোল্যান্ডের গ্রাফিক ডিজাইন এবং পোস্টার আর্ট শিল্পী অ্যান্দ্রেই পাগোরিলস্কির চিত্র প্রদর্শনী এবারের উৎসবের বিশেষ আকর্ষণ।