২৬/১১ মুম্বই জঙ্গী হামলার মূল অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ১৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, প্রত্যর্পণ এড়াতে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই জঙ্গী হামলায় মূল অভিযুক্ত তাহাউর রানার শেষ আবেদন মার্কিন সুপ্রিম কোর্ট খারিজ করে দেবার পর তাকে গতকাল দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। বিমানবন্দরে এনআইএ তদন্ত দল প্রয়োজনীয় সমস্ত আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরপরই বিমান থেকে নামার পরেই শিকাগোতে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানাকে গ্রেপ্তার করে।
তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং গত রাতেই পাতিয়ালা হাউস আদালতে বিশেষ এনআইএ বিচারকের সামনে হাজির করা হয়, সেই সময় এন আই এ তার ২০ দিনের হেফাজতের আবেদন করে। তবে, আদালত রানাকে জাতীয় তদন্ত সংস্থার ১৮ দিনের হেফাজতে পাঠায়।
আজ সকাল থেকে এনআইএ তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।