July 13, 2025 9:47 PM

printer

২৬ তম কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে লাদাখে ভারতীয় সেনাবাহিনী আজ একটি স্মারক বাইক র‍্যালির আয়োজন করে।

২৬ তম কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে লাদাখে ভারতীয় সেনাবাহিনী আজ একটি স্মারক বাইক র্যালির আয়োজন করে। এই র্যালি কুম্বাথাং থেকে রান্ধাওয়া টপ পর্যন্ত যাত্রা করে। ৫০ জন বাইক চালক অংশ নেন এই র্যালিতে।