২৪ বছর আগে ২০০১ সালের ১৩ ডিসেম্বর জঙ্গী হামলায় সংসদ রক্ষা করতে গিয়ে যে সব নিরাপত্তা কর্মী প্রাণ বিসর্জন দিয়েছিলেন, দেশ আজ সশ্রদ্ধচিত্তে তাঁদের সম্মান জানাচ্ছে। আজকের এই দিনে, জঙ্গী হামলায় প্রাণ উৎসর্গকারী শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সংসদ ভবন চত্বরে একটি শোকসভার আয়োজন করা হয়।
পুরোন সংসদ ভবন, সংবিধান সদনের বাইরে ভাবগম্ভীর এক অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণ সাংসদদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্ষমতাসীন এনডিএ জোটের নেতা এবং বিরোধী দলনেতাও শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সাহসী নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সমগ্র দেশ এই বীরদের সাহস, বীরত্ব এবং আত্মত্যাগকে শ্রদ্ধা জানায়। রাষ্ট্রীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদের কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য দেশ তাঁদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন নিরাপত্তা কর্মীরা যেভাবে বীরত্বের সঙ্গে সন্ত্রাসবাদীদের মুখোমুখি হয়েছিলেন, তার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে বজায় রাখা এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে যে কোন মূল্যে রক্ষা করার ক্ষেত্রে তাঁদের অদম্য ইচ্ছাশক্তির প্রকাশ ঘটেছে ।
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, অশ্বিনী বৈষ্ণব, কিরেন রিজিজু, পীযূষ গোয়েল এবং অর্জুন রাম মেঘওয়াল, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।