মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 21, 2025 9:50 AM

printer

২২০ দিন মহাকাশে কাটিয়ে তিনজনকে নিয়ে রাশিয়ার সয়ুজ এম এস টোয়েন্টি সিক্স মহাকাশযানটি গতকাল সকালে পৃথিবীতে ফিরেছে

২২০ দিন মহাকাশে কাটিয়ে গতকাল সকালে পৃথিবীতে ফিরেছেন রাশিয়ার আলেক্সে ওভচিনিন, ইভান ওয়াগনার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড পেটিট-এই তিনজনকে নিয়ে রাশিয়ার সয়ুজ এম এস টোয়েন্টি সিক্স মহাকাশযান গতকাল কাজাখস্তানে অবতরণ করে ।

২০২৪-এর ১১ই সেপ্টেম্বর তাঁরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন। এরআগে  এমাসেই  রুশ মহাকাশযানে চেপে আমেরিকার একজন এবং রাশিয়ার ২জন মহাকাশচারী পৃথিবীতে ফিরেছিলেন। 

বিভিন্ন সময়ে রাশিয়া ও আমেরিকার সম্পর্কে জটিলতা দেখা দিলেও মহাকাশ অভিযানের ক্ষেত্রে তাদের সহযোগিতা বজায় থাকছে ধারাবাহিক ভাবে।