২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরি এবং ২০৪০-এর মধ্যে ভারতীয় মহাকাশচারীদের চাঁদে পাঠানোর ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের তকমা অর্জনের আগেই এই লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। লোকসভায় আজ এ সংক্রান্ত এক বিশেষ আলোচনায় অংশ নিয়ে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সফল যাত্রার প্রশংসা করেন মন্ত্রী। গত ১১ বছরে মহাকাশ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক্ষেত্রে একাধিক সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি ক্ষেত্রগুলির জন্য সুযোগ বৃদ্ধি পাওয়ায় উদ্ভাবন ও গবেষণার পরিধিও বেড়েছে।
Site Admin | August 18, 2025 4:50 PM
২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরি এবং ২০৪০-এর মধ্যে ভারতীয় মহাকাশচারীদের চাঁদে পাঠানোর ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন
