November 26, 2025 9:36 PM

printer

২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতের আহমেদাবাদে হতে চলেছে।

২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতের আহমেদাবাদে হতে চলেছে। নাইজেরিয়ার আবুজাকে হারিয়ে আহমেদাবাদ আয়োজনের দায়িত্ব পেয়েছে। আজ গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলিতে ৭৪ টি কমনওয়েলথ সদস্যভুক্ত দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা ভারতের আবেদনে শীলমোহর দেন। গ্লাসগোতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ক্রীড়া মন্ত্রকের যুগ্ম সচিব কুনাল কে, ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা , অ্যাসোসিয়েশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রঘুরাম আইয়ার, গুজরাটের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংঘাভি প্রমুখ। পি টি ঊষা জানিয়েছেন, কমনওয়েলথ স্পোর্ট যে আস্থা তাদের উপর দেখিয়েছেন তাতে তারা সম্মানিত। ২০৩০ এর গেমস শুধু কমনওয়েলথ আন্দোলনের ১০০ বছরই উদযাপন করবে না, আগামী শতকেরও ভিত প্রস্তুত করবে।  ২০৩০ সালের কমনওয়েলথ গেমসে প্রায় ১৭ টি ইভেন্টে খেলা হবে কমনওয়েলথ স্পোর্ট এর তরফে জানানো হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন আহমেদাবাদের ২০৩০ সালের শততম  কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, ভাইস-প্রেসিডেন্ট বলেছেন যে শততম কমনওয়েলথ গেমস আয়োজন বিশ্ব মঞ্চে ভারতের সক্ষমতা, ঐক্য এবং আকাঙ্ক্ষা প্রদর্শনের একটি ঐতিহাসিক সুযোগ।

২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব আমেদাবাদ পাওয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন ভারতের শততম  কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়া অত্যন্ত আনন্দের বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে এই আয়োজনের দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।