২০২৬ সালে বিধানসভা নির্বাচনের পরই ঘাটালে বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। জেলা সফরে বেরিয়ে আজ বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আড়গোড়া চাতালের বন্যা পরিস্হিতি ঘুরে দেখেন তিনি। প্রশাসনের কর্তা-ব্যক্তিরা ছাড়াও সাংসদ দীপক অধিকারী, সেচমন্ত্রী মানস ভূঁইয়া সহ অন্যরা সেখানে উপস্হিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে। বর্ষার পর কাজ শুরু হয়ে যাবে। ঘাটাল থেকেই তিনি ফের একবার বিপুল পরিমাণে জল ছাড়ার জন্য ডিভিসি-কে দায়ী করেন।
সেখান থেকেই মুখ্যমন্ত্রী আজ আবারও ভোটার তালিকায় বিশেষ নীবিড় সংশোধন এস আই আর-এর বিরোধিতা করে অভিযোগ করেন, রাজ্যে এন আর সি চালুর চেষ্টা চলছে।
এর আগে মুখ্যমন্ত্রী আজ কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের নতুন অতিথি নিবাসের উদ্বোধন করেন। দেখা করেন আরামবাগে জলবন্দি মানুষজনের সঙ্গে।