মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2025 6:43 PM

printer

২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে যাঁদের পদ্ম সম্মানে -ভূষিত করা হবে তাঁদের জন্য  মনোনয়ন এবং সুপারিশ জমা দেওয়া চলছে

২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে যাঁদের পদ্ম সম্মানে -ভূষিত করা হবে তাঁদের জন্য  মনোনয়ন এবং সুপারিশ জমা দেওয়া চলছে। আগামী ৩১শে জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।  এই  মনোনয়ন ও সুপারিশ শুধুমাত্র রাষ্ট্রীয় পুরষ্কার পোর্টাল তে অনলাইনে দেওয়া যাবে।    

সরকার পদ্ম সম্মানকে “জনগণের পদ্ম”-এ রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই, নাগরিকদের স্ব-মনোনয়ন সহ মনোনয়ন ও সুপারিশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নারী, সমাজের দুর্বল অংশ, তপশিলি জাতি ও জনজাতি, ভিন্ন ভাবে সক্ষম ব্যক্তি এবং সমাজের জন্য নিঃস্বার্থ সেবা প্রদানকারী প্রতিভাবান ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের নাম সুপারিশ করা যাবে ।

এই বিষয়ে বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে https://mha.gov.in এবং পদ্ম পুরষ্কার পোর্টালে https://padmaawards.gov.in ‘পুরষ্কার এবং পদক’ শিরোনামে পাওয়া যাবে। এই পুরষ্কার সম্পর্কিত আইন এবং নিয়মাবলী https://padmaawards.gov.in/AboutAwards.aspx লিঙ্ক সহ ওয়েবসাইটে পাওয়া যাবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।