December 31, 2025 9:04 PM

printer

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজও রাজ্যে দলীয় নেতা, কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজও রাজ্যে দলীয় নেতা, কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি। বৈঠকে রাজ্যে  দলীয় সংগঠনের বর্তমান অবস্থা, দলীয় কর্মীদের সক্রিয়তা এবং বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে ঘরোয়া ঐ বৈঠকে শ্রী শাহ বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলকে প্রতিটি স্তরে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। তিনি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলার উপর বিশেষ জোর দিয়েছেন। ২৬-এর নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে সকালে কলকাতার একটি হোটেলে দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। তিনি পৃথকভাবে কথা  বলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর সঙ্গেও। ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব, সুনীল বনসল, বিপ্লব দেব। সূত্রের খবর, বৈঠকে আলাদাভাবে সবার কথা শোনেন শাহ।

দলীয় বৈঠকে শেষে শ্রী শাহ দুপুরে ঠনঠনিয়া কালিবাড়ি দর্শনে যান, সেখানে পুজার্চনাতেও অংশ নেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।