২০২৫ সালে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবি প্রায় ১ লক্ষ ৩৩ হাজার কিলোগ্রাম মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে, যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৯৮০ কোটি টাকা। এই সময়ে ৪৪৭টি মামলায় ৯৯৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন। ১৩১টি মামলায় ২৬৫ জন অপরাধীর সাজা হয়েছে। এর মধ্যে ৩৯ জনকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এনসিবি ২০২৫ সালে প্রায় ৭৭ হাজার ৭০০ কিলোগ্রাম মাদকদ্রব্য ধ্বংস করেছে, যার মূল্য প্রায় ৩ হাজার ৮৮৯ কোটি টাকা।