March 23, 2025 6:01 PM

printer

২০২৫ সালের ফিবা পুরুষ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল ভারত।

২০২৫ সালের ফিফা এশিয়া কাপে পুরুষদের যোগ্যতা অর্জনকারী খেলায় মানামার খলিফা স্পোর্টস সিটিতে গতকাল এক রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় বাস্কেটবলের পুরুষ দল ৮১-৭৭ এ বাহারিন’কে হারিয়ে দিয়েছে। পুরো সময়ে ভারত দুর্দান্ত খেলে বাহারিন’কে পরাজিত করেছে। বিরতি পর্যন্ত ভারত এগিয়ে ছিল ৩৯-৩৮ এ এবং চূড়ান্ত সময়ে ভারতীয় দল ৬২-৫৫ তে জয়ী হয়। ভারত এর আগে ২০১৩ সালে বাহারিন কে হারিয়েছিল। ভারতের পক্ষে অসাধারণ খেলেছেন হার্শ দাগার, গুরবাজ সান্ধু এবং কানওয়ার সান্ধু।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।