২০২৪ -২৫ অর্থবর্ষে জিএসটি আদায়ের ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ঐ সময়ে ২২ দশমিক ০/৮ লক্ষ কোটি টাকা আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি। এর ফলে গড় মাসিক আদায় হয়েছে এক দশমিক ৮/৪ লক্ষ কোটি টাকা। সক্রিয় করদাতার সংখ্যাতেও যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের ৩০ শে এপ্রিল পর্যন্ত এক দশমিক ৫/১ কোটি সক্রিয় জিএসটি নিবন্ধিকরণ হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের পয়লা জুলাই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স – জিএসটি ৮ বছর পূর্ণ করল। অর্থনৈতিক সুসংহতকরণের লক্ষ্যে ২০১৭ সালে জিএসটি চালু করা হয়।