মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 22, 2025 9:55 PM

printer

২০২৩ সালে লন্ডনে ব্যক্তিগত ভ্রমণের জন্য সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘেকে জিজ্ঞাসাবাদের পর  সেদেশের সিআইডি গ্রেপ্তার করেছে।

২০২৩ সালে লন্ডনে ব্যক্তিগত ভ্রমণের জন্য সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্ঘেকে জিজ্ঞাসাবাদের পর  সেদেশের সিআইডি গ্রেপ্তার করেছে।

পুলিশ অভিযোগ করেছে যে ৭৬ বছর বয়সী এই নেতা উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রী অধ্যাপক মাইথ্রি বিক্রমাসিঙ্ঘের পিএইচডি গ্র্যাজুয়েশনে যোগদানের জন্য ব্রিটেনে যাওয়ার সময় সরকারি অর্থ ব্যবহার করেছিলেন। তদন্তকারীরা বলছেন, এই সফরকে কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারী সফরের সঙ্গে ট্যাগ করা হয়েছিল কিন্তু এর কোনও সরকারি উদ্দেশ্য ছিল না। লন্ডন পর্বের বিমান ভাড়া, থাকার ব্যবস্থা এবং এ সম্পর্কিত খরচের জন্য প্রায়   ৫০,০০০ ডলারের তহবিল ব্যয় করা হয়েছিল বলে জানা গেছে।

এদিকে আজ সেদেশের  সংসদে এই মামলা নিয়ে তীব্র মতবিনিময় হয়েছে। সাংসদ চামারা সম্পথ দাসানায়েকে প্রশ্ন তুলেছেন যে একজন ইউটিউবার কীভাবে বিক্রমাসিঙ্ঘের গ্রেপ্তার হওয়ার আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি এটিকে “একটি রসিকতা” বলে অভিহিত করেছেন।