কেন্দ্রীয় সরকার ২০২৩ ব্যাচের বিতর্কিত শিক্ষানবিশ IAS পূজা খেড়েকরকে বরখাস্ত করেছে। সূত্রের খবর অনুযায়ী গতকালই সরকার ভারতীয় প্রশাসনিক সেবা শিক্ষানবিশি নিয়মাবলী ১৯৫৪ অনুযায়ী এই নির্দেশ নামা জারি হয়। পূজা খেড়েকরের বিরুদ্ধে পরীক্ষায় প্রতারণা এবং ভুয়ো ওবিসি ও অক্ষমতার কোটা ব্যবহারের অভিযোগ রয়েছে। ইউপিসি ইতোমধ্যেই পূজা খেড়েকর এর সারা জীবনের জন্য পরীক্ষায় বসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
Site Admin | September 8, 2024 12:08 AM
২০২৩ ব্যাচের আইএএস বিতর্কিত শিক্ষানবিশ পূজা খেদকরকে চাকরি থেকে বরখাস্ত করেছে কেন্দ্র।
