২০২২ সালের প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, একটি অচেনা ওয়েবসাইটে প্রায় দেড় লক্ষের বেশি পরীক্ষার্থীর তথ্য দেখা গেছে। সেখান থেকে টেট উত্তীর্ণদের শংসাপত্রও ডাউনলোড করা যাচ্ছে বলে তাঁদের অভিযোগ। পর্ষদ পরীক্ষার্থীদের এই তথ্য প্রকাশ না করা সত্ত্বেও কিভাবে তা ফাঁস হল, তা নিয়ে পরীক্ষার্থীরা গুরুতর প্রশ্ন তুলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ সত্যি হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পেয়েছিলেন। সেইমতো তারা সার্টিফিকেট ডাউনলোডও করেন।