July 22, 2024 9:29 PM

printer

২০২১ এর লখিমপুর খেরি হিংসার মামলার সুপ্রীম কোর্ট আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশীষ মিশ্রকে জামিন দিয়েছে।

২০২১ এর লখিমপুর খেরি হিংসার মামলার সুপ্রীম কোর্ট আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশীষ মিশ্রকে জামিন দিয়েছে। ঐ হিংসার ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। যদিও শীর্ষ আদালত জানিয়েছে, সে দিল্লী বা লক্ষনৌ এর বাইরে বেরোতে পারবে না। নিম্ন আদালতে শুনানি প্রক্রিয়া দ্রুত করারও নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূষনের বেঞ্চ, এই হিংসার মামলায় জড়িতে কৃষকদেরও জামিন দিয়েছে।

এর আগে, আদালত গত  ২৫শে জানুয়ারী আশীষকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।