২০১৮ র পর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সব থেকে কম রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে আজি ছিল কলকাতায় শীতলতম দিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই দশমিক আট ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় স্বাভাবিকের থেকে ৫ দশমিক ৩ ডিগ্রি কম ২০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
Site Admin | December 31, 2025 9:06 PM
২০১৮ র পর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সব থেকে কম রেকর্ড করা হয়েছে।