মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 8, 2025 9:27 PM

printer

২০১৬ সালে চাকরি বাতিল হওয়া অযোগ্য তালিকা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০১৬ সালে চাকরি বাতিল হওয়া অযোগ্য তালিকা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এন ভি আনজারিয়ার বেঞ্চ এদিন ফের স্পষ্ট জানিয়েছেন, অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তা স্পষ্ট নয়। বিস্তারিত আকারে সেই তালিকা ফের প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেখানে বিষয় এবং সংরক্ষণ ভিত্তিক তথ্যও থাকতে হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গত অগাষ্ট মাসে এস এস সি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে। মোট ১ হাজার ৮০৬ জনের নাম সেই তালিকায় ছিল। কিন্তু এই তালিকাতে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ তুলে কয়েকজন স্কুল সার্ভিস কমিশনের দ্বারস্হ হয়। তবে, আদালতের নির্দেশে নতুন পরীক্ষার ফল প্রকাশে কোন প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।