২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের নতুন পরীক্ষায় কোন অযোগ্য প্রার্থী যাতে বসতে না পারে এসএসসি-কে তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশচন্দ্র শর্মার বেঞ্চ, গতকাল স্পষ্ট জানিয়েছেন, এই পরীক্ষা নির্ধারিত দিনেই নেওয়া হবে। সময়সূচী কোনোভাবেই পরিবর্তন করা হবে না। পরীক্ষার দিন পিছনোর আর্জি খারিজ করে দিয়ে বেঞ্চ বলেছে, এসএসসি ৭ ও ১৪ সেপ্টেম্বর যে সূচী নির্ধারিত করেছে সেই দিনগুলিতেই পরীক্ষা নেওয়া হবে।
এদিকে, শীর্ষ আদালতের নির্দেশ মতো টেন্টেড বা অযোগ্য প্রার্থীদের তালিকা আজ প্রকাশ করা হতে পারে। এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল আদালতে একথা জানান।
অন্যদিকে, দাগীরা চিহ্নিত হয়ে যাওয়ার পরেও কেন তাঁদের পরীক্ষায় বসতে হবে, সেই প্রশ্ন তুলেছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। ন্যায়বিচারেরও দাবি জানিয়েছেন তাঁরা।