২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির নিয়োগ প্রক্রিয়া ১৬ মের মধ্যে সম্পন্ন করতে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে নিয়োগ তালিকায় থাকা সমস্ত যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তা না হলে স্কুল সার্ভিস কমিশনকে আদালত অবমাননার দায়ে পড়তে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট।
গত বছর আগস্ট মাসে ডিভিশন বেঞ্চ ১৪,০৫২ জন প্রার্থীকে আট সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছিল। পরে সুপ্রিমকোর্টও গত বছর অক্টোবর মাসে সেই নির্দেশই বহাল রাখে। কিন্ত স্কুল সার্ভিস কমিশন এখনো ১,৪৮২টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে পারেনি।
এই রায়কে স্বাগত জানিয়ে চাকরী প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, তাঁরা SSC-র পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন।