মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 3, 2025 9:25 PM

printer

২০১৬ সালের এস এস সি নিয়োগের মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেই ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট।

২০১৬ সালের এসএসসি নিয়োগের মামলায় আজ কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।  বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি। প্রধানবিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ জানিয়েছে, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার প্রমাণ মিলেছে। বহু প্রার্থী রয়েছেন যারা ২০১৬ সালের আগে অন্য কোন সরকারি দপ্তরে বা স্কুলেই চাকরি করতেন। তারা চাইলে ফের পুরনো জায়গায় ফেরত যাওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের কাছে আবেদন জানাতে পারবেন। তাদের আবেদন বিবেচনা করতে হবে তিন মাসের মধ্যে। পাশাপাশি যাদের চাকরি বাতিল হচ্ছে প্রত্যেকেই পুনরায় নতুন যে পরীক্ষা নেওয়া হবে তাতে  অংশ নিতে পারবেন। চিহ্নিত প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে হলে জানা গেছে। তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ  করার জন্য পরীক্ষা নিতে হবে; যেখানে চাকরি হারানো প্রার্থীরা অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাক ও  মহম্মদ শব্বার রাশিদির বেঞ্চ ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।