২০০৬ সালে মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণের মামলায় তথ্যপ্রমাণের অভাবে ১২ জনকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্ট। বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম চন্দকের স্পেশাল বেঞ্চ সব দোষীকে বেকসুর খালাস করেছে। ১২ জনের মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ডের সাজা ও ৭ জনকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। অন্য কোনও মামলায় অভিযুক্ত না হলে সকলকেই মুক্তি দিতে নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০০৬ সালের ১১ জুলাই বিস্ফোরণে ১৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন আরও অনেকে।