November 17, 2024 9:02 PM

printer

২০০৬ সালে জেমস ব্লেকের পর প্রথম আমেরিকান হিসেবে এটিপি ফাইনালসে পৌঁছেছেন টেলর ফ্রিজ।

ইতালির জানিক সিনার এটিপি ফাইনালস টেনিস টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন। ইতালির তুরিনে গতকাল সিনার সেমিফাইনাল ম্যাচে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-১, ৬-২ স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজের মুখোমুখি হবেন। ফ্রিজ সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভকে ৬-৩, ৩-৬, ৭-৬ সেটে হারিয়ে ১৮ বছর পর কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালাজ রাতে অনুষ্ঠিত হবে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।