১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দুই প্রধান অভিযুক্তের জামিনের আবেদন, বিশেষ টাডা আদালতে খারিজ হয়ে গেছে। গতকাল আদালতের বিচারক ভি ডি কেদার এই মামলার দুই প্রধান অভিযুক্ত মুন্না হালারি এবং সোয়েব কুরেশির জামিনের আবেদন খারিজ করে দেন। গুজরাটের বিশেষ পুলিশ দল সাতাশ বছর ধরে লুকিয়ে থাকার পর, তাদের গ্রেপ্তার করেছে। হালারির বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের সরাসরি সাহায্য করার অভিযোগ রয়েছে। অন্যদিকে কুরেশি পাকিস্তানের অস্ত্র প্রশিক্ষণ নিয়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ দিয়েছিল। এই মামলায় ইতিমধ্যেই ১৬ জন সাক্ষীর জবানবন্দী নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাইয়ে এই ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জন নিহত এবং সাতশোর বেশী মানুষ আহত হয়েছিলেন।