মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2025 9:51 PM

printer

১৮ দিনের ঐতিহাসিক সফর শেষে  এক্সিওম-ফোর অভিযানের ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা এবং অন্য তিন  crew সদস্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আজ পৃথিবীর বুকে  সফল অবতরণ করেছেন।

১৮ দিনের ঐতিহাসিক সফর শেষে  এক্সিওম-ফোর অভিযানের ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা এবং অন্য তিন  crew সদস্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আজ পৃথিবীর বুকে  সফল অবতরণ করেছেন।  স্পেস -এক্স ড্রাগন মহাকাশযান আজ বিকেলে ক্যালিফোর্নিয়ার সান-দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নেমে আসে। রাতের মহাসাগরে স্প্ল্যাশ-ডাউনের পর একে একে বেরিয়ে আসেন শুভাংশু সহ অন্য  মহাকাশচারীরা।

উল্লেখ্য, গত মাসের ২৫ তারিখ এই এক্সিওম-ফোর মহাকাশ অভিযানের সূচনা হয়েছিল।    ISS-এ থাকাকালীন গ্রুপ ক্যাপ্তেন শুক্লা, ভারতের  সাতটি সুনির্দিষ্ট  মাইক্রো গ্রাভিটি   সংক্রান্ত গবেষণা করেছেন।  দীর্ঘসময় মহাকাশে বসবাস এবং  ভবিষ্যতে অন্যান্য গ্রহে  অভিযানের ক্ষেত্রে তাঁর গবেষণা লব্ধ তথ্য সহায়ক হবে।   

  ‘আকাশগঙ্গা’ হিসেবে পরিচিত এই অভিযান মার্কিন মহাকাশ সংস্থা নাসা, এক্সিওম স্পেস এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর এক যৌথ প্রচেষ্টা।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।