মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 25, 2025 8:09 AM

printer

১৬ তম এশিয়ান শুটিং চ্যম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেলে ভারতের ঐশ্বর্য প্রকাশ সিং তোমর সোনা জিতেছেন।

১৬ তম এশিয়ান শুটিং চ্যম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেলে ভারতের ঐশ্বর্য প্রকাশ সিং তোমর সোনা জিতেছেন। কাজাখস্তানে ফাইনালে ৪৬২.৫ পয়েন্ট স্কোর করেন তিনি।  চীনের ওয়েনউ ঝাও রূপো এবং  জাপানের নাওয়া ওকাদা ব্রোঞ্জ পদক লাভ করেছেন।   

      এর আগে, ঐশ্বর্য, চেন সিং এবং অখিল শেওরান ৫০ মিটার রাইফেলের দলগত বিভাগে রুপো জেতেন।